প্রতিষ্ঠান পরিচিতি
সালাম মকবুল উচ্চ বিদ্যালয়, পূণ্যভূমি সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ১নং বাঘা ইউনিয়নের তুরুকবাগ গ্রামে অবস্থিত।সবুজ শ্যামল ছায়াঘেরা, নিরাপদ ও মনোরম পরিবেশ, কোলাহল মুক্ত প্রশান্ত তপোবনের মত এ প্রতিষ্ঠান। সুষ্ঠু জ্ঞানার্জন ও উন্নত শিক্ষা পদ্ধতি সর্বোপরি আদর্শ মানুষ গড়ার এক অনন্য বিদ্যাপীঠ। ১৯৯৯ সালে প্রতিষ্ঠানটি সালাম মকবুল উচ্চ বিদ্যালয় নামে প্রতিষ্ঠিত হয়ে ২০০৩ সালে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের স্বীকৃতি লাভ করে এবং ২০০৭ সালে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রথম বারের মত এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। 

একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা ও মেধার সঠিক বিকাশ সাধন এবং নৈতিকতার আত্মবিশ্বাসী সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষে বিজ্ঞানভিত্তিক শ্রেণি কার্যক্রম, পপদ্ধতিগত শিক্ষা, নিয়মিত পরীক্ষা, ধারাবাহিক অনুশীলন, আধুনিক শিক্ষা উপকরণ ব্যবহার পূর্বক পাঠদান করা হয়্ রাজনীতি ও ধূমপান মুক্ত, নিরাপদ ও সুশৃঙ্খল শিক্ষা পরিবেশ।

সালাম মকবুল উচ্চ বিদ্যালয়, গোলাপগঞ্জ, সিলেট এর সংক্ষিপ্ত তথ্য :

১। প্রতিষ্ঠার তারিখ : ১৯৯৯  খ্রি :

২। একাডেমিক কার্যক্রম শুরু : ০১/০১/২০০০ খ্রি :

৩। নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসেবে     
    ক) প্রাথমিক অনুমতির তারিখ : ০১/০১/২০০০খ্রি :
    খ) একাডেমিক স্বীকৃতি প্রাপ্তির তারিখ : ০১/০১/২০০৩ খ্রি :

৪। মাধ্যমিক বিদ্যালয় হিসেবে
    ক) প্রাথমিক অনুমতির তারিখ : ০১/০১/২০০৫ খ্রি :
    খ) একাডেমিক স্বীকৃতি প্রাপ্তির তারিখ : ০১/০১/২০০৯ খ্রি :

৫। প্রতিষ্ঠানের জমির পরিমাণ : ১.৫ একর (১৫০ শতাংশ)
 
৬। পাবলিক পরীক্ষায় (এসএসসি) প্রথম অংশ গ্রহণ : ২০০৭ খ্রি :
  
৭। স্বীকৃতির মেয়াদ শেষ হওয়ার তারিখ : ৩১/১২/২০১৬ খ্রি :

৮। পরিচালনা পর্ষদ-এর মেয়াদ শেষ হওয়ার তারিখ : ৩১/০৮/২০১৬ খ্রি :

৯। শিক্ষাবর্ষ - ২০১৬
     ছাত্র-ছাত্রীর সংখ্যা : ৬১৫ জন

১০।  ক) প্রধান শিক্ষক : ০১ জন
        খ) শিক্ষক-শিক্ষিকার সংখ্যা : ১৩ জন(খন্ডকালীন-০৬ জন)
   
১১। শিক্ষক-শিক্ষিকার সংখ্যা (এমপিওভুক্ত) :  ০৬ জন।

১২। কর্মচারীর সংখ্যা :  ০৩ জন।

১৩। কর্মচারীর সংখ্যা (এমপিওভুক্ত) : ০২ জন ।

১৪। আয়ের মূল উৎস : শিক্ষার্থী প্রদত্ত মাসিক বেতন ও সরকার প্রদত্ত এমপিও বাবদ প্রাপ্ত অর্থ ।

যোগাযোগের ঠিকানা

সালাম মকবুল উচ্চ বিদ্যালয়
তুরুকবাগ,গোলাপগঞ্জ, সিলেট।
মোবাইল : ০১৭১৬৩২৭৯৯০
ই-মেইল : info@salammokbulhighschool.edu.bd
ওয়েবসাইট : www.salammokbulhighschool.edu.bd