সভাপতির বাণী

ম্যানেজিং কমিটির সম্মান্নিত সভাপতি মণ্ডলী

 ক্রমিক   নাম  কার্যকাল
 ০১  জনাব মইন উদ্দিন   ০১/০১/২০০০ - ১৩/০৮/২০০৫ 
 ০২  জনাব আব্দুস সালাম   ১৪/০৮/২০০৫ - অদ্যাবদি
 ক্রমিক   নাম  কার্যকাল
 ০১  জনাব হায়াত আহমদ   ০১/০১/২০০০ - ৩১/১০/২০০০ 
 ০২  জনাব মোঃ ইসহাক আলী (ভারপ্রাপ্ত)  ০১/১১/২০০০ - ০২/০৫/২০০৩
 ০৩  বাবু কৃপাময় চন্দ্র চন্দ   ০৩/০৫/২০০৩ - অদ্যাবদি

সালাম মকবুল উচ্চ বিদ্যালয়, পূণ্যভূমি সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ১নং বাঘা ইউনিয়নের তুরুকবাগ গ্রামে অবস্থিত।সবুজ শ্যামল ছায়াঘেরা, নিরাপদ ও মনোরম পরিবেশ, কোলাহল মুক্ত প্রশান্ত তপোবনের মত এ প্রতিষ্ঠান। সুষ্ঠু জ্ঞানার্জন ও উন্নত শিক্ষা পদ্ধতি সর্বোপরি আদর্শ মানুষ গড়ার এক অনন্য বিদ্যাপীঠ। ১৯৯৯ সালে প্রতিষ্ঠানটি সালাম মকবুল উচ্চ বিদ্যালয় নামে প্রতিষ্ঠিত হয়ে ২০০৩ সালে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের স্বীকৃতি লাভ করে এবং ২০০৭ সালে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রথম বারের মত এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে।

উন্নত শিক্ষা পদ্ধতি, সুশৃঙ্খল পরিবেশ ও নিয়মানুবর্তিতার জন্য এ প্রতিষ্ঠান এক স্বতন্ত্র মর্যাদায় অভিষিক্ত। শিক্ষা দীক্ষা, শিল্প সংস্কৃতি ও খেলাধুলা সকল ক্ষেত্রেই প্রতিষ্ঠানটির রয়েছে গৌরব উজ্জ্বল সাফল্য। জে এস সি ও এস এস সি পরীক্ষায় পাশের হার প্রায় ১০০%। শিক্ষা ও সংস্কৃতি চর্চার ক্ষেত্রে সাপ্তাহিক ও বাৎসরিক কার্যক্রমের ভিত্তিতে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বীয় মেধা ও প্রতিভার স্বাক্ষর রেখে চলেছে। বিভিন্ন শিক্ষামূলক প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা এবং ক্রীড়াঙ্গনেও রয়েছে ঈর্ষণীয় সাফল্য।

পড়ালেখা, ফলাফল, খেলাধুলা ও অন্যান্য সহ-পাঠ্যক্রমিক কার্যাবলীর ভিত্তিতে সালাম মকবুল উচ্চ বিদ্যালয়, গোলাপগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ বিদ্যালয়গুলোর মধ্যে স্থান করে নিয়েছে। 

এ প্রতিষ্ঠানের অর্জিত ফলাফলের ধারাবাহিকতা ও সুনাম অক্ষুন্ন রেখে আরো ভাল ফলাফল অর্জন করতে আমরা বদ্ধপরিকর। প্রতিষ্ঠান পরিচালনা এবং শিক্ষার মান উন্নয়নে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা- আমাদের প্রত্যাশা।

মহান আল্লাহ আমাদের সকলের সহায় হোন।

“সবাইকে ধন্যবাদ”
                                                                               
কৃপাময় চন্দ্র চন্দ
প্রধান শিক্ষক
সালাম মকবুল উচ্চ বিদ্যালয় 
তুরুকবাগ ,গোলাপগঞ্জ,সিলেট।
সালাম মকবুল উচ্চ বিদ্যালয়, পূণ্যভূমি সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ১নং বাঘা ইউনিয়নের তুরুকবাগ গ্রামে অবস্থিত।সবুজ শ্যামল ছায়াঘেরা, নিরাপদ ও মনোরম পরিবেশ, কোলাহল মুক্ত প্রশান্ত তপোবনের মত এ প্রতিষ্ঠান। সুষ্ঠু জ্ঞানার্জন ও উন্নত শিক্ষা পদ্ধতি সর্বোপরি আদর্শ মানুষ গড়ার এক অনন্য বিদ্যাপীঠ। ১৯৯৯ সালে প্রতিষ্ঠানটি সালাম মকবুল উচ্চ বিদ্যালয় নামে প্রতিষ্ঠিত হয়ে ২০০৩ সালে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের স্বীকৃতি লাভ করে এবং ২০০৭ সালে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রথম বারের মত এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। 

একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা ও মেধার সঠিক বিকাশ সাধন এবং নৈতিকতার আত্মবিশ্বাসী সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষে বিজ্ঞানভিত্তিক শ্রেণি কার্যক্রম, পপদ্ধতিগত শিক্ষা, নিয়মিত পরীক্ষা, ধারাবাহিক অনুশীলন, আধুনিক শিক্ষা উপকরণ ব্যবহার পূর্বক পাঠদান করা হয়্ রাজনীতি ও ধূমপান মুক্ত, নিরাপদ ও সুশৃঙ্খল শিক্ষা পরিবেশ।

সালাম মকবুল উচ্চ বিদ্যালয়, গোলাপগঞ্জ, সিলেট এর সংক্ষিপ্ত তথ্য :

১। প্রতিষ্ঠার তারিখ : ১৯৯৯  খ্রি :

২। একাডেমিক কার্যক্রম শুরু : ০১/০১/২০০০ খ্রি :

৩। নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসেবে     
    ক) প্রাথমিক অনুমতির তারিখ : ০১/০১/২০০০খ্রি :
    খ) একাডেমিক স্বীকৃতি প্রাপ্তির তারিখ : ০১/০১/২০০৩ খ্রি :

৪। মাধ্যমিক বিদ্যালয় হিসেবে
    ক) প্রাথমিক অনুমতির তারিখ : ০১/০১/২০০৫ খ্রি :
    খ) একাডেমিক স্বীকৃতি প্রাপ্তির তারিখ : ০১/০১/২০০৯ খ্রি :

৫। প্রতিষ্ঠানের জমির পরিমাণ : ১.৫ একর (১৫০ শতাংশ)
 
৬। পাবলিক পরীক্ষায় (এসএসসি) প্রথম অংশ গ্রহণ : ২০০৭ খ্রি :
  
৭। স্বীকৃতির মেয়াদ শেষ হওয়ার তারিখ : ৩১/১২/২০১৬ খ্রি :

৮। পরিচালনা পর্ষদ-এর মেয়াদ শেষ হওয়ার তারিখ : ৩১/০৮/২০১৬ খ্রি :

৯। শিক্ষাবর্ষ - ২০১৬
     ছাত্র-ছাত্রীর সংখ্যা : ৬১৫ জন

১০।  ক) প্রধান শিক্ষক : ০১ জন
        খ) শিক্ষক-শিক্ষিকার সংখ্যা : ১৩ জন(খন্ডকালীন-০৬ জন)
   
১১। শিক্ষক-শিক্ষিকার সংখ্যা (এমপিওভুক্ত) :  ০৬ জন।

১২। কর্মচারীর সংখ্যা :  ০৩ জন।

১৩। কর্মচারীর সংখ্যা (এমপিওভুক্ত) : ০২ জন ।

১৪। আয়ের মূল উৎস : শিক্ষার্থী প্রদত্ত মাসিক বেতন ও সরকার প্রদত্ত এমপিও বাবদ প্রাপ্ত অর্থ ।
১। NCTB প্রণীত পাঠ্যসূচী ও বুক লিস্ট এর আলোকে শিক্ষার্থীদের পাঠদান ও পরীক্ষা গ্রহণ করা হয়ে থাকে।
২। সাপ্তাহিক টিউটোরিয়াল পরীক্ষা, ক্লাস টেস্ট, মডেল টেস্ট ও মান যাচাই পরীক্ষা। 
৩। দুর্বল ছাত্র/ছাত্রীদের সনাক্ত করণ পূর্বক সংশ্লিষ্ট অভিভাকদের অবহিত করা হয় এবং বিশেষ ক্লাসের ব্যবস্থা নেয়া হয় ।  
৪। নির্বাচনী পরীক্ষান্তে বিশেষ ক্লাসের ব্যবস্থা। 
৫। কোন শিক্ষার্থী চূড়ান্ত পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হলে প্রতিষ্ঠান তার প্রতি বিশেষ ভাবে নজর দিয়ে সেই বিষয় সমূহে উন্নতি সাধনের চেষ্টা করে ।
৬। পরীক্ষায় নকল করার জন্য সংশ্লিষ্ট শিক্ষার্থীকে প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করণের সিদ্ধান্ত রয়েছে।

যোগাযোগের ঠিকানা

সালাম মকবুল উচ্চ বিদ্যালয়
তুরুকবাগ,গোলাপগঞ্জ, সিলেট।
মোবাইল : ০১৭১৬৩২৭৯৯০
ই-মেইল : info@salammokbulhighschool.edu.bd
ওয়েবসাইট : www.salammokbulhighschool.edu.bd