সমাবেশ
সমাবেশ : সকাল ১০.০০ ঘটিকা 
ক্লাস শুরু : সকাল ১০:১৫ ঘটিকা (প্রতিদিন)
ক্লাস ছুটি : বিকাল ৪.১০ ঘটিকা   (প্রতিদিন)

শিক্ষার্থীদেরকে নিজ নিজ টিফিন বাসা থেকে নিয়ে আসতে হবে এবং টিফিনের নির্ধারিত সময়ে ক্যাম্পাসে অবস্থান করে টিফিন সম্পন্ন করতে হবে। বিশেষ প্রয়োজনে প্রতিষ্ঠানের নিজস্ব ক্যান্টিন থেকে নাস্তা/খাবার সংগ্রহ করতে হবে।
শ্রেণি  মাসিক বেতন    পরীক্ষার ফি  
  ৬ষ্ঠ শ্রেণি   ১২০ টাকা ১২০ টাকা
 ৭ম শ্রেণি  ১৩০ টাকা ১৩০ টাকা
 ৮ম শ্রেণি  ১৪০ টাকা ১৪০ টাকা
 ৯ম শ্রেণি  ১৬০ টাকা ১৬০ টাকা
 ১০ শ্রেণি  ১৬০ টাকা ১৬০ টাকা
ফটো নাম পদবী বিষয়ভিত্তিক পছন্দ  যোগদান শিক্ষাগত যোগ্যতা  মোবাইল ই-মেইল
কৃপাময় চন্দ্র চন্দ   প্রধান শিক্ষক গণিত, বিজ্ঞান
আফসানা বেগম সহকারী শিক্ষক বাংলা ২য়,চারু ও কারুকলা,
পৌরণীতি ও নাগরিকতা,গার্হস্থ্য বিজ্ঞান
 
মোঃ আব্দুল কুদ্দুস সরদার সহকারী শিক্ষক গণিত,পদার্থ
মোঃ রাকিবুল ইসলাম সহকারী শিক্ষক কৃষি শিক্ষা, জীব বিজ্ঞান
সামছুন মনিরা সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান, ইংরেজী,
কর্ম ও জীবনমুখী শিক্ষা
আহমদুল হাসান মামুন সহকারী শিক্ষক ইংরেজী,তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
মোঃ আবুল হোসেন সহকারী শিক্ষক ভূগোল ,ক্যারিয়ার শিক্ষা,ইংরেজী
রবিন নেওয়াজ সহকারী শিক্ষক সমাজ, কর্ম ও জীবনমুখী শিক্ষা,
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
মোঃ নাজিমুল ইসলাম সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা, ইতিহাস      
  হেপি বেগম সহকারী শিক্ষক বাংলা ২য়, কর্ম ও জীবনমূখী শিক্ষা,
শারীরিক শিক্ষা
   
রাশেদুল আলম সহকারী শিক্ষক পৌরণীতি ও নাগরিকতা,কৃষি শিক্ষা    
  পঙ্কজ কান্তি চন্দ সহকারী শিক্ষক গণিত, বিজ্ঞান,হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা,
রসায়ন





Salam Mokbul High School Teachers
আমাদের স্কুলের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ

অনুপস্থিতি
  • কোন কারণে অনুপস্থিত থাকতে হলে শিক্ষার্থীদেরকে আগে থেকে অনুমতি নিতে হবে।
  • আকস্মিক ক্ষেত্রেও সঠিক কারণ দেখিয়ে ছুটি অনুমোদনের জন্য অভিভাবকের সুপারিশ সহ প্রধান শিক্ষক বরাবর আবেদন করতে হবে।
  • অনুমোদন ছাড়া যে কোন ছুটির জন্য প্রমাণপত্র কারণ দর্শাতে হবে।
  • সাত দিনের বেশি কোন শিক্ষার্থী অনুপস্থিত থাকলে তার অভিভাবককে অবশ্যই উপস্থিত হয়ে কারণ দর্শাতে হবে।
  • অসুস্থতাজনিত কারণে তিন কিংবা তার বেশি দিন অনুপস্থিতির ক্ষেত্রে আবেদন পত্রের সঙ্গে চিকিৎসা প্রত্যয়নপত্র সংযুক্ত করে জমা দিতে হবে। 
স্কুল পালানো একটি অপরাধ”- তাই যেকোনো শিক্ষার্থী স্কুল পালালে পরবর্তী দিবসে অভিভাবক সহ স্কুলে আসতে হবে।


অভিভাবক দিবস
অভিভাবক দিবসে অভিভাবকদের সাথে শিক্ষার্থীদের লেখাপড়া ও পরীক্ষার ফলাফলের উন্নতির জন্য মত বিনিময় করা হয়। এতে তাঁরা নিজ নিজ মতামত ব্যক্ত, প্রশ্নোত্তরের মাধ্যমে বিষয় সম্পর্কে জেনে নেয়া, পরামর্শ ইত্যাদি প্রদান করতে পারেন। প্রতিষ্ঠানের কোনো গুরুত্বপূর্ণ তথ্য ও নিয়মাবলী অভিভাবকদের নিয়মিত জানানো হয়। 

মাসিক বেতন পরিশোধের নিয়ম 
  • প্রতি মাসের ০৫ তারিখ থেকে ১৫ তারিখের মধ্যে চলতি মাসের বেতন পরিশোধ করতে হবে। বেতন আদায়ের দিন বন্ধ থাকলে পরবর্তী কার্যদিবসে বেদন আদায় করা হয় ।

যোগাযোগের ঠিকানা

সালাম মকবুল উচ্চ বিদ্যালয়
তুরুকবাগ,গোলাপগঞ্জ, সিলেট।
মোবাইল : ০১৭১৬৩২৭৯৯০
ই-মেইল : info@salammokbulhighschool.edu.bd
ওয়েবসাইট : www.salammokbulhighschool.edu.bd