পাঠদান ও পরীক্ষা পদ্ধতি
১। NCTB প্রণীত পাঠ্যসূচী ও বুক লিস্ট এর আলোকে শিক্ষার্থীদের পাঠদান ও পরীক্ষা গ্রহণ করা হয়ে থাকে।
২। সাপ্তাহিক টিউটোরিয়াল পরীক্ষা, ক্লাস টেস্ট, মডেল টেস্ট ও মান যাচাই পরীক্ষা। 
৩। দুর্বল ছাত্র/ছাত্রীদের সনাক্ত করণ পূর্বক সংশ্লিষ্ট অভিভাকদের অবহিত করা হয় এবং বিশেষ ক্লাসের ব্যবস্থা নেয়া হয় ।  
৪। নির্বাচনী পরীক্ষান্তে বিশেষ ক্লাসের ব্যবস্থা। 
৫। কোন শিক্ষার্থী চূড়ান্ত পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হলে প্রতিষ্ঠান তার প্রতি বিশেষ ভাবে নজর দিয়ে সেই বিষয় সমূহে উন্নতি সাধনের চেষ্টা করে ।
৬। পরীক্ষায় নকল করার জন্য সংশ্লিষ্ট শিক্ষার্থীকে প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করণের সিদ্ধান্ত রয়েছে।

যোগাযোগের ঠিকানা

সালাম মকবুল উচ্চ বিদ্যালয়
তুরুকবাগ,গোলাপগঞ্জ, সিলেট।
মোবাইল : ০১৭১৬৩২৭৯৯০
ই-মেইল : info@salammokbulhighschool.edu.bd
ওয়েবসাইট : www.salammokbulhighschool.edu.bd